শিরোনাম
'হার পাওয়ার প্রকল্প - প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ২য় পর্যায়ে ভোলা সদর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরি ও ব্যাচে আবেদন কার্যক্রম চলমান রয়েছে।
বিস্তারিত
'হার পাওয়ার প্রকল্প - প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ২য় পর্যায়ের ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় নিম্নোক্ত ক্যাটেগরি ও ব্যাচে আবেদন কার্যক্রম চলমান রয়েছে।
ভোলা সদরঃ
১) আইটি সার্ভিস প্রোভাইডার
২) ই-কমার্স প্রোফেশনাল
আগ্রহী নারীদেরকে
www.herpower.gov.bd অথবা
www.training.gov.bd সাইটের মাধ্যমে নিবন্ধন, শিক্ষাগত সনদ আপলোডসহ প্রোফাইল সম্পন্ন করে উপজেলা ও চলমান কোর্সটি বাছাই করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রশিক্ষণ সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য নিম্নোক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যাবে।
কর্মকর্তার নাম |
পদবী |
কার্যালয় |
মোবাইল নং |
ইমেইল |
মোঃ আরিফুর রহমান |
সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার)
|
উপজেলা আইসিটি অফিস, ভোলা সদর
|
০১৭৭১-৭৮৯৫০৫ |
arif.doict@gmail.com |
আশিকুর রহমান |
সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার |
জেলা আইসিটি অফিস, ভোলা |
০১৯২০-৮৬৯৮০৯ |
ashik.ane.doict@gmail.com |
.
বিঃ দ্রঃ প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করানো হবে। এ ব্যাপারে কারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে সতর্ক করা যাচ্ছে।