Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
'হার পাওয়ার প্রকল্প - প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ২য় পর্যায়ে ভোলা সদর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরি ও ব্যাচে আবেদন কার্যক্রম চলমান রয়েছে।
বিস্তারিত
'হার পাওয়ার প্রকল্প - প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ২য় পর্যায়ের ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় নিম্নোক্ত ক্যাটেগরি ও ব্যাচে আবেদন কার্যক্রম চলমান রয়েছে।


ভোলা সদরঃ
১) আইটি সার্ভিস প্রোভাইডার
২) ই-কমার্স প্রোফেশনাল

আগ্রহী নারীদেরকে www.herpower.gov.bd অথবা  www.training.gov.bd সাইটের মাধ্যমে নিবন্ধন, শিক্ষাগত সনদ আপলোডসহ প্রোফাইল সম্পন্ন করে উপজেলা ও চলমান কোর্সটি বাছাই করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


প্রশিক্ষণ সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য নিম্নোক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যাবে।


কর্মকর্তার নাম পদবী কার্যালয় মোবাইল নং ইমেইল
মোঃ আরিফুর রহমান সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার)
উপজেলা আইসিটি অফিস, ভোলা সদর
০১৭৭১-৭৮৯৫০৫ arif.doict@gmail.com
আশিকুর রহমান সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জেলা আইসিটি অফিস, ভোলা ০১৯২০-৮৬৯৮০৯ ashik.ane.doict@gmail.com
.
বিঃ দ্রঃ প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করানো হবে। এ ব্যাপারে কারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে সতর্ক করা যাচ্ছে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/03/2024
আর্কাইভ তারিখ
31/12/2025